Abute Me

আমি মো: মনিরুল ইসলাম, পিতা: মো: ইউসুফ আলী প্রাঃ, মাতা: মোছা: শাহিদা বেগম, জন্ম ১৯৯৭ সালে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় জন্ম গ্রহন করি।

ইনিয়াক আইটি প্রতিষ্ঠাতা আমি নিজেই তাই আমি সর্বদাই আমার গ্রাহকের সুবিধা অসুবিধা লক্ষ রেখে কাজ করতে চাই। প্রতিষ্ঠানের পাশা পাশি ওয়েব ডেপলোপার হিসাবে স্কুল ম্যানেজমেন্ট ও ওয়ার্ডপ্রেস থীম নিয়ে টুক টাক কাজ করি আমি নিজেই।

আমার ইনিয়াক আইটি প্রতিষ্ঠানে অধীনে কিছু সংক্ষক গুরুত্বপূর্ণ ওয়েব ডেপলোপার একটি টিম কাজ করে তাই প্রয়োজন বোধে আপনি আমাদের মাধ্যমে কাষ্টমাইজ ওয়েব সাইট তৈরি করতে পারবেন। আমাদের সাইটে দেশের বিভিন্ন জেলা উপজেলার অনেক প্রতিষ্ঠান ওয়েবসাইট, হোয়াসঅ্যাপ মার্কেটিং, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, এবং মোবাইল প্রিমিয়াম অ্যাপস অনেকেই ব্যবহার করছে।

আমর অনেক কষ্ট এবং সাধনা করে আমাদের কাষ্টমারকে বা গ্রাহক পেয়েছি, যে সকল প্রতিষ্ঠান আমাদেরকে না দেখে বা আমাদের ইনিয়াক আইটি অফিসে না এসে শুধুমাত্র ওয়েব সাইট ভিজিট করে আমাদের কথায় বিশ্বাস করেছে তাদেরকে অসুংখ্য ধন্যবাদ। আমরা কখনই তাদের তথ্য ওয়েব সাইটে লিংক শেয়ার করবো না। কারণ অনেক সুবিধাবাদী প্রতিষ্ঠান আছে সেই সমস্ত লিংক নিয়ে হ্যাংক বা তাদের তথ্য নিয়ে লোভনিয়ও অফার করে এতে প্রতিষ্ঠানের সুনাম নষ্ঠ হয়। আরো অনেক অসুবিধা আছে। যাই হোক আপনার ডেমো পচ্ছন্দ হলে নিতে পারেন ইনশ্যাল্লাহ। আমি ছোট সেবা দেই কিন্তু যত্নসহকারে।

সফটওয়্যার নেওয়ার পর যদি কোন সমস্যা হয়, সেক্ষেত্রে ইনিয়াক আইটিতে কল দিয়ে জানিয়ে দিলে হয়তো তৎক্ষনিক সমস্যা সমাধান করতে না পারলেও আপনাকে ৭২ ঘন্টার মধ্যে আপনার সমস্যার সমাধান হবে ইনশ্যাআল্লাহ, সম্পূর্ণ ফ্রিতে।

সম্মানিত গ্রাহকবৃন্দ, আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল লিংক ও পেজ সব কিছুই ওয়েব সাইটে দেওয়া আছে, ফোন নাম্বার 01753-545077, গুগল ম্যাপ এড করা আছে, সরাসরি আসতে পারেন অথবা সম্পূর্ন তথ্য আমাদের সর্ম্পকে জেনে তারপর সফটওয়্যার কিনুন। প্রতারিত হওয়ার আগে ভাল ভাবে জেনে বুঝে লেনদেন করুন। ধন্যবাদ

আমাদের সম্পর্কে আরো জানুন
বাংলাদেশ কারিগরি আইসিটি বোর্ডের অনুমোদিত কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র রয়েছে- যার প্রতিষ্ঠান কোড: 66003 , অফিস ওয়েব সাইট: https://m.eniacit.com/ শুধু তাই নয় ২০২০ সাল থেকে অত্র এলাকায় সম্মানের সহিত আইটি কাজ পরিচালনা করে আসতেছি- তাই সব কিছু যাছাই করে তারপর আপনি আমাদের সার্ভিস গ্রহন করুন। এছাড়্রাও ২০২৪ সাল থেকে ই-কর্মাস সাইট চালু করছি আপনারা চাইলে এখান থেকে পন্য ক্রয় করতে পারেন , ওয়েবসাইট – https://furat.com.bd/

সবকিছু যখন আপনার ভাল লাগবে তখন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন: আপনার কাজের কথা বলুন কি কি দরকার আপনার প্রতিষ্ঠানে- আমি কি আপনার চাহিদা পূরণ করতে পারবো, সেটার একটা লিষ্ট তৈরি করুন- এখন বলুন যখন সব মিলে গেল তখন আপনি সরাসরি গুগল মিটে লাইভে আমার কম্পিউটার থেকে সফটওয়ার নিয়ে আলোচনা করে তার পর- কিছু টাকা অগ্রিম দিয়ে কাজ শুরু করবো। যখন ফুল ওকে আপনার সফটওয়্যার তখন আপনি আবারো গুগল মিটে সব দেখে যখন দেখলেন যে ওকে তখন আপনি সম্পূর্ণ টাকা পরিশোধ করে। আমি আপনার সাইটে আপলোড করে দিবো ।

Name Of Company: Eniac IT
Year Established:2020
Type Of Company: Proprietor Company
Business Function: Website, Themes, Software, Server & Others
Founder: Md. Monirul Islam
CEO: Md. Monirul Islam
Corporate Address: Kumarkhali, Kushtia, Bangladesh
Members Of: N/A

Scroll to Top

Get your Free Trial Today